বাউবির এইচএসসি পরীক্ষা শুরু শুক্রবার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত ২০১৪ সালের এইচএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট এক লাখ ৭২ হাজার ৮০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম বর্ষে ৯১ হাজার ৩২৮ জন এবং দ্বিতীয় বর্ষে ৮১ হাজার ৪৭৭ জন অংশ নিচ্ছে।
সারাদেশে ৩৮২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।
বৃহস্পতিবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আমিনুল ইসলাম/এআরএ
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি