ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

সান্ধ্যকোর্স : পিছিয়ে নেই ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদও

আল সাদী ভূঁইয়া | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০

নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকালীন কোর্সে সমানসংখ্যক শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। ফলে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা। সমস্যা থেকে উত্তরণে শিক্ষার্থীরা এসব বাণিজ্যিক কোর্স বন্ধে আন্দোলন করছেন।

নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও এসব কোর্স বন্ধে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব কোর্সের যৌক্তিকতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটি নীতিমালা না হওয়া পর্যন্ত এসব কোর্স বন্ধ রাখার সুপারিশ করেছে।

ঢাবিতে ২০০১ সালে প্রথম এ ধরনের কোর্স চালু করে বাণিজ্য অনুষদ। এ অনুষদে সর্বোচ্চ ৪৫ ব্যাচে নিয়মিত শিক্ষার্থীর তুলনায় আড়াইগুণ বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়। বাণিজ্য অনুষদের পর সামাজিক বিজ্ঞান অনুষদের ১১টি বিভাগের ১৮তম ব্যাচে সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে। সেটি হলো মাস্টার্স ইন গভর্নেন্স স্টাডিজ। কোর্স-ফি ৯৪ হাজার টাকা। এ শাখায় বছর বছর ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। সে হিসেবে বছরে কোর্স ফি বাবদ বিভাগ পায় ৪৭ লাখ ২৫ হাজার টাকা।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দুটি সান্ধ্যকালীন কোর্স চালু আছে। এর মধ্যে একটি হলো প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনসের কোর্স ফি এক লাখ ২০ হাজার টাকা। এ শাখায় বছরে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। সে হিসাবে কোর্স ফি বাবদ আদায় করা হয় ৭২ লাখ টাকা।

du

পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টার রিলেশনসের কোর্স ফি ২৫০০ হাজার টাকা। বছরে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। সে হিসাবে এক লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।

সমাজবিজ্ঞান বিভাগে একটি সান্ধ্যকালীন কোর্স চালু আছে। মাস্টার্স ইন সোসিওলজি অ্যান্ড সোস্যাল পলিসির কোর্স ফি এক লাখ টাকা। বছরে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। ফলে কোর্স ফি বাবদ বছরে আদায় হয় ৭৫ লাখ টাকা।

লোকপ্রশাসন বিভাগে একটি সান্ধ্যকালীন কোর্স চালু আছে। মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোর্স ফি এক লাখ ৩৬ হাজার টাকা। এ শাখা বছরে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করে। ফলে কোর্স ফি বাবদ বছরে আদায় হয় ৫৪ লাখ ৪০ হাজার টাকা।

পপুলেশন সায়েন্সেস বিভাগে সর্বোচ্চ তিনটি সান্ধ্যকালীন কোর্স চালু আছে। এর মধ্যে একটি হলো মাস্টার্স অব পপুলেশন সায়েন্সেস প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রাম। কোর্স ফি এক লাখ টাকা। এ শাখায় বছরে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। সে হিসাবে কোর্স ফি বাবদ আদায় করা হয় ৭৫ লাখ টাকা। ডিপ্লোমা ইন পপুলেশন সায়েন্সেসের কোর্স ফি ৩৫ হাজার টাকা। ৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। সে হিসাবে ১২ লাখ ২৫ হাজার টাকা।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ নামে একটি সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে। এ শাখায় বছরে দুই ব্যাচে ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। দেড় লাখ টাকা কোর্স-ফি হিসাবে বছরে বিভাগটি পায় এক কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া এ বিভাগে এমডিএস প্রোগ্রাম ফর দ্য বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালস নামে তিন বছর মেয়াদি একটি কোর্স রয়েছে। এতে আসন সংখ্যা ১৫ আর কোর্স ফি পাঁচ লাখ টাকা।

du

টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগে একটি সান্ধ্যকালীন কোর্স চালু আছে। প্রতি বছর ৩০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। কোর্স ফি ৯১ হাজার টাকা। সে হিসাবে বছরে আদায় করা হয় ২৭ লাখ ৩০ হাজার টাকা।

ক্রিমিনোলজি বিভাগে একটি সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে। প্রতি বছর ৬৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। কোর্স ফি দেড় লাখ টাকা করে হলে বিভাগটি পায় ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগে একটি সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে। ৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। কোর্স ফি বাবদ বিভাগ পায় ৫০ লাখ টাকা।

প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগে একটি সান্ধ্যকালীন কোর্স চালু আছে। আসন সংখ্যা ৩০। কোর্স ৭৩ হাজার ৬৩৫ টাকা। সে হিসাবে কোর্স ফি বাবদ আদায় করা হয় ২২ লাখ নয় হাজার ৫০ টাকা।

জাপানিজ স্টাডিজ বিভাগের একটি কোর্সে ৫০ জন ভর্তি করানো হয়। ফি হচ্ছে ৫০ হাজার টাকা। সে হিসাবে বিভাগ পায় ২৫ লাখ টাকা।

সামাজিক বিজ্ঞান অনুষদের চালু করা এসব কোর্স নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব সান্ধ্যকালীন কোর্স একটি নিয়মনীতির মধ্যে আনা হবে। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।

এমএআর/জেআইএম