প্রাথমিকে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নেয়া প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থীকে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎও কামনা করেছেন।
সূত্র জানায়, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর প্যানেল বাস্তবায়ন কমিটি গত রোববার (২৩ ফেব্রুয়ারি) এ স্মারকলিপি দেয়। তাতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. আবু হাসান।
প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে বলা হয়, ‘মুজিববর্ষের উপহারস্বরূপ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৩৭ হাজার শিক্ষিত বেকারকে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদানের আহ্বান জানাই।’
পরীক্ষার্থী বলেছেন, ‘আমাদের পড়াশোনার সময় বিশ্ববিদ্যালয়গুলোতে চরম সেশনজট ছিল। অন্যদিকে, সার্টিফিকেট পাওয়ার পর হাইকোর্টের রিট জটিলতার কারণে ২০১৪-১৮ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কোনো বিজ্ঞপ্তি হয়নি। এমনকি ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত কোনো প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি। অথচ আগে ৬ মাস পরপর সহকারী শিক্ষক ও ২ বছর পর পর প্রধান শিক্ষক নিয়োগ হতো। তাই আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তাছাড়া ইতিমধ্যে আমাদের অনেকের সরকারি চাকরিতে প্রবেশের বসয়সীমা শেষ হওয়ায় এটাই ছিল সর্বশেষ সুযোগ। এমনকি মেয়েদের জন্য এইচএসসি পাশে এটাই শেষ বিজ্ঞপ্তি। এরপর থেকে মেয়েরা স্নাতক পাস ছাড়া আবেদন করতে পারবেন না।’
স্মারকলিপির তথ্যানুযায়ী, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
এ বিষয়ে জানতে চাইলে মৌখিক পরীক্ষায় অংশ নেয়া সুনামগঞ্জের রূপম কুমার দাস বলেন, ‘১৮ হাজার ২৪৭ জনকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছে সরকার। বাকি ৩৭ হাজার পরীক্ষার্থীদের প্যানেল গঠনের মাধ্যমে পর্যায়ক্রমে অতি দ্রুত নিয়োগের জন্য আবেদন জানাই প্রধানমন্ত্রীর কাছে।’
পিডি/এফআর/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন