প্রাথমিক বিদ্যালয়ে নেতা নির্বাচনে চলছে ভোটগ্রহণ
শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শতভাগ ভর্তি ও ঝরে পড়া রোধে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) আয়োজনে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।
দেশের ৬৩ হাজার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে দুপুর ১টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হবে। এ নির্বাচনে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ভোট প্রদান করবে। মোট ভোটারের সংখ্যা ৭৬ লাখ ৬২ হাজার ৩৫২ জন। আর প্রার্থীর সংখ্যা ৮ লাখ ২৭ হাজার ৫৯৫ জন। তাদের মধ্যে ৪ লাখ ৪১ হাজার ২৮ জনকে ভোটের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে।
২০১০ সাল থেকে দেশের ১৯টি জেলার ২০টি উপজেলার ১০০টি প্রথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। এরপর ২০১৩ সাল থেকে সারাদেশের সকল উপজেলা/থানার সকল প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন চালু করা হয়। এতে স্থানীয় জনসাধারণ, ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিপুল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
স্টুডেন্টস কাউন্সিলের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছে, অন্যোর মতামতের প্রতি তাদের শ্রদ্ধাবোধ তৈরি, বিদ্যালয়ের শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকদের সহায়তা করে থাকে, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করে থাকে।
এমএইচএম/আরএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ২ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৩ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ৫ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি