ইউল্যাবে এমএসজে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউল্যাব মিলনায়তনে অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম আরমান ও সাধারণ সম্পাদক হিসেবে আফিয়া পিনা মনোনীত হয়েছেন।
কমিটির বিভিন্ন পদে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওবায়দুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আদনান রহমান, অর্থ সম্পাদক নিশাত শারমিন, সাংগঠনিক সম্পাদক হাসনাত পিয়াস, প্রচার সম্পাদক মদিনা জাহান রিমি।
এছাড়া নির্বাহী সদস্য পদে শারমিন আখতার পিংকি, রিয়াদ আরিফ, দাউদ রশীদ, দিল আফরোজ জাহান চৈতী, আয়েশা খানম, অরিত্র অংকন মিত্র, তাসলিমা আক্তার শিখা, আলভী হোসাইন মনোনীত হয়েছেন।
ইউল্যাব এমএসজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
কমিটি গঠনের পর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সদ্য প্রয়াত সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রায়ান সুস্মিতের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, এমএসজের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলোসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রাকিব।
এএ
সর্বশেষ - শিক্ষা
- ১ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ২ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ৪ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৫ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই