এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বাস খাদে : শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
সাভারের ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন শিক্ষামন্ত্রী। তাদের চিকিৎসা ও পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার ধামরাইয়ে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের ভাটুলিয়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে তিনজন পরীক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষার কেন্দ্রে পাঠানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়ার পর তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
এমএইচএম/জেডএ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা