প্রথম বর্ষ স্নাতকে ভর্তির পছন্দক্রমের সংশোধনীর সুযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির জন্য অনলাইনে প্রাথমিকভাবে আবেদনকারীদের বিষয় পছন্দক্রম সংশোধন ও পরিবর্তনের সুযোগ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীরা Appicant’s login অপশনে প্রার্থীর রোল নম্বর ও পিন ব্যবহার করে তাদের পূর্বের আবেদন বাতিলপূর্বক পুনরায় আবেদন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীর আবেদন ইতোমধ্যে কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়ে থাকলে সে ক্ষেত্রে আবেদনকারী বিষয় পছন্দক্রম সংশোধন/পরিবর্তন করার জন্য ‘ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল’ বরাবর চলতি বছরের ১২ অক্টোবর মধ্যে আবেদন করবে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের