ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

গণিতে ভয় দূর হচ্ছে, ইংরেজিতেও হবে : জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯

গণিত অলিম্পিয়াডের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গণিতে ভীতি দূর হচ্ছে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে ইংরেজিতেও শিক্ষার্থীদের ভীতি কাটানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানী মিরপুরের পিটিআই-এর সম্মেলন কক্ষে এক কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই' শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, 'সমস্যা সমাধানভিত্তিক আনন্দদায়ক গণিত শিক্ষা পদ্ধতি প্রণয়নের লক্ষ্যে এ প্রকল্পটি প্রাথমিকের শিশুদের গণিতভীতি দূর করছে। এভাবে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় আমরা শিক্ষার্থীর ইংরেজি ভীতিও দূর করব।'

জাকির হোসেন বলেন, 'মুজিববর্ষে এ প্রকল্প সারা দেশেই চালু করা হবে। কারণ আমরা মানসম্মত শিক্ষা ঘরে ঘরে দিতে চাই। শিক্ষকরা শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভেবে শিক্ষা দিন। আমাদের যে জনসম্পদ আছে তাদের যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বিশ্বজয় করতে পারব। সে দায়িত্ব তো আপনাদেরই নিতে হবে।'

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বলেন, 'এ প্রকল্পের মাধ্যমে শুধু শিক্ষার্থীর গণিতভীতি দূর হয়নি শিক্ষকেরও দূর হয়েছে। এছাড়া এ প্রকল্প অনিয়মিত শিক্ষার্থীদের নিয়মিত করেছে এবং আনন্দদায়ক শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করেছে। প্রকল্পের আওতায় ১৭টি জেলার সদর উপজেলার ৮০টি স্কুলের ২৪০ জন শিক্ষককে তিন দফায় ১২ দিনের গণিত অলিম্পিয়াড কৌশলের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মুহাম্মদ জাফর ইকবাল বলেন, 'গণিত অলিম্পিয়াডের ভুবনে গোল্ড মেডেল অর্জনের বাইরেও যে এত সুন্দর একটা ভুবন আছে এটা জানতে পেরে খুব ভালো লাগছে। এভাবে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে পারলে বিদেশ থেকে ধার করা জ্ঞানী নয়, আমরাই আমাদের জন্য যথেষ্ট।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির, শিক্ষক কর্মকর্তা, অলিম্পিয়াড বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গসহ অনেকে।

এমএইচএম/এফআর/জেআইএম