আজ থেকে মেডিকেলে ভর্তি শুরু
২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে সরেজমিন পরিদর্শনে দেখা যায় ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে ভর্তি হচ্ছেন। ভর্তি কমিটির সামনে এসএসসি ও এইচএসসি’র মার্কসিট দেখিয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছেন। শিক্ষার্থীরা কোনরকম বাধা ছাড়াই ভর্তি হচ্ছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের থাকার কথা থাকলেও তাদের উপস্থিতি দেখা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. ইসমাঈল হোসেন জাগো নিউজকে বলেন, এ পর্যন্ত ১৫-২০ জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: এবিএম মাকসুদুল আলম বলেন, তাদের কলেজেও ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছেন তবে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কম।
উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়া ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে মেধাক্রম অনুযায়ী সুযোগপ্রাপ্ত ৩ হাজার ৬৯৪ শিক্ষার্থীকে ভর্তি হতে হবে। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৬১৯ জন। আসন শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও পছন্দ অনুযায়ী তারা ভর্তির সুযোগ পাবেন বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে।
# পুনঃভর্তি পরীক্ষা গ্রহণের আন্দোলনে সাড়া নেই স্বাস্থ্য অধিদফতরের
# মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষা : দাবি না মানলে ঢাকা অভিমুখী কর্মসূচি
এমইউ/এআরএস/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব