ডিগ্রির ফল প্রকাশ আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আজ (সোমবার) রাত ৮টায় প্রকাশ করা হবে। সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, সারাদেশের এক হাজার ৬৮১টি কলেজের পাঁচ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী মোট ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে। এছাড়াও যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।
এ ক্ষেত্রে যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে Send করে ফল পাওয়া যাবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আমিনুল ইসলাম/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ২ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ৪ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৫ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা