ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ সোমবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার রাত ৮টায় প্রকাশ করা হবে। সারাদেশের ১৬৮১টি কলেজের পাঁচ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী মোট ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী বিগত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে SMS করেও ফল জানা যাবে।
এ ক্ষেত্রে যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> Roll No লিখে 16222 নম্বরে Send করে ফল পাওয়া যাবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি