মেধাবীদের বৃত্তি দিলো বৃহত্তর বগুড়া সমিতি
দরিদ্র ও মেধাবী ১৪৬ জনকে বৃত্তি দিয়েছে বৃহত্তর বগুড়া সমিতি। শিক্ষা ট্রাস্টের আওতায় পাঁচ লাখ ১১ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। শনিবার ঢাকায় জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বার্ষিক এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান নাসরিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমাদের আর্থ-সামাজিক অবস্থায় অনেকেই সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন না। নিরক্ষরতা দেশের উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করে। এই বাঁধা দূর করে দেশের শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের সামাজিক দায়বদ্ধতা রয়েছে।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা সর্বোত্তম বিনিয়োগ। যথার্থ শিক্ষিত হতে হলে নিজস্ব শ্রম ও উদ্যমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অনেক বেশি শিখতে হবে।
এসএ/একে/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব