আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাহিত্য সপ্তাহ অনুষ্ঠিত
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০১৫ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে ঢাকা সেনানিবাসের কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী তথ্য অফিসার এস এম শামীম আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, কুইজ, অলিম্পিয়াডসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
ফলাফলের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ হাউজ চ্যাম্পিয়ন এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন হাউজ রানারআপ হয়েছে।
সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও অভিভাবকেরা।
এআর/এসকেডি/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে