মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ২৩টি সরকারি মেডিকেল কলেজের অধীনে একাধিক কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় রেকর্ডসংখ্যক মোট ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্রের এ পরীক্ষায় পদার্থ বিদ্যায় ২০, রসায়ন বিদ্যায় ২৫, জীব বিদ্যা ৩০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান জাগো নিউজকে বলেন, সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শুক্রবার সকালে কলাভবনের পরিক্ষার হল পরিদর্শন করেন।
জানা গেছে, রাজধানীতে নতুন অনুমোদনপ্রাপ্ত মুগদা মেডিকেল কলেজের ৫০টি আসনসহ ২৪ সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মোট আসন সংখ্যা তিন হাজার সাতশ ৪৪টি। স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এবার প্রথমবারের মতো স্বাস্থ্য অধিদফতরে ভর্তি পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছিল। কন্ট্রোল রুমে যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো : ৮৮১৮৭৩৬,৮৮১৯৩৫৩,৮৮২৫৪০০, মুঠোফোন ০১৫৫৫৫৫৫১৬৭ ও ফাক্স ৯৮৮৬৬১২।
এমইউ/এআরএস/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ গ্রুপিং-দ্বন্দ্বে টালমাটাল ডিআইএ, ঘুস বাণিজ্যে ইমেজ সংকট
- ২ মোল্লা কলেজের সঙ্গে কোনো ঝামেলা নেই, উসকানি দিয়েছে ‘ইউসিবি’
- ৩ সোহরাওয়ার্দী কলেজের একাদশ-দ্বাদশের পরীক্ষা স্থগিত
- ৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকছে কি না, জানা যাবে বুধবার
- ৫ হামলা-ভাঙচুরের ঘটনায় ক্ষতি ৭০ কোটি টাকা, মামলা করবে মোল্লা কলেজ