মেডিকেলে ভর্তি যুদ্ধ : সাত দিনে ৬১ সহস্রাধিক আবেদন
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক সপ্তাহে ৬১ সহস্রধিক আবেদনপত্র জমা পড়েছে। গত ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন গ্রহণ চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আজ (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত মোট ৬১ হাজার ৫৪০টি আবেদন জমা পড়েছে।
গত বছর মোট ৬৫ সহস্রাধিক আবেদন পড়েছিল জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এ বছর এইচএসসিতে বেশি শিক্ষার্থী পাস করায় গত বছরের চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হবে বলে ধারণা করছি।
আগামী ৪ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের মোট ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ ভর্তি পরীক্ষা হবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যায় ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।
এমইউ/জেডএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন