নির্বাচনী হাওয়া বইছে ভিকারুননিসায়
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে সময় ঘোষণা করা না হলেও, প্রার্থীদের পোস্টার-ব্যানারে এলাকা সয়লাব। তবে খসড়া ভোটার তালিকাও চূড়ান্ত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে বলে কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এরপর নির্বাচনের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
জানা গেছে, গত দুই মাস থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। গত ৫ আগস্ট ২৫ হাজার ভোটারের প্রাথমিক ভোটার খসড়া তালিকা তৈরি কাজ শুরু হয়। পরবর্তী পাঁচ কার্যদিবসে তা সম্পন্ন করা হয়। ২৫ আগস্ট সেই তালিকা প্রতিষ্ঠানের চারটি ক্যাম্পাসে ঝুলিয়ে দেয়া হয়। কোনো অভিযোগ না থাকায় ২৮ আগস্ট তা নামিয়ে ফেলা হয়। বর্তমানে এই তালিকা ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানোর অপেক্ষায়। ডিসি অফিস থেকে নির্বাচনের পরবর্তী কার্যক্রমের সময় ঘোষণা করা হলে জোরেসোরে শুরু হবে নির্বাচনী কার্যক্রম।
এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফৌরদৌসি বেগম জাগো নিউজকে বলেন, গত দুই মাস কাজ করে আমরা খসড়া ভোটার তৈরির কাজ শুরু করি। এ তালিকা কয়েকদিন চারটি ক্যাম্পাসে ঝুলিয়ে রাখা হয়। পরে খসড়া তালিকা চূড়ান্ত করা হয়। স্বচ্ছ ও বির্তকের বাইরে থেকে এ তালিকা প্রণয়ন করা হয়েছে। এটি আগামী এক সপ্তাহের মধ্যে ডিসি অফিসে পাঠানো হবে।
তিনি বলেন, ডিসি অফিস থেকে নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়ন বিক্রি শুরু, প্রার্থী নির্বাচনসহ ভোটের দিন-সময় ঘোষণা করা হবে।
এদিকে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি হতে প্রায় ৫০ জন প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। এলাকাজুড়ে পোস্টার, ব্যানার, লিফলেট বিলি করা শুরু হয়ে গেছে।
একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক প্রতিনিধি হতে কলেজ পর্যায়ে ১১ জন, মাধ্যমিকে ২০ জন, প্রাথমিকে ১৬ জন সংরক্ষিত আসনে ৬ জন অভিভাবক প্রার্থী পদে নির্বাচন করতে প্রচার -প্রচারণা শুরু করেছেন।
জানা গেছে, বিগত কমিটির সদস্যদের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অভিযোগ থাকায়, প্রায় সব প্রার্থীদের নতুন মুখ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। প্রার্থীরা প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে তার পক্ষে ভোট চাইছেন। কেউ কেউ লিফলেট বিতরণ করছেন, অনেকে আবার নিজের পক্ষে ভোট পেতে বিভিন্ন মাধ্যমে ক্যাম্পিং শুরু করছেন। ভোটার পাল্লা ভারি করতে নানাভাবে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
কলেজ পর্যায়ে অভিভাবক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থী মো. আব্দুল মজিদ জাগো নিউজকে বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। প্রার্থীরা ভোটের প্রচারণা করছেন।
তিনি আরও বলেন, গত ১০ দিন আগে খসড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হলেও অজ্ঞাত কারণে এখনও কর্তৃপক্ষ সেই তালিকা ডিসি অফিসে পাঠায়নি। দ্রুত এই তালিকা ডিসি অফিসে পাঠিয়ে নির্বাচনের পরবর্তী কার্যক্রমের ঘোষণা করার দাবি জানান তিনি।
এমএইচএম/এমএসএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে