জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪টি বিষয়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর, ২০১৪ সালের বিবিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর, ২০১৪ সালের বিএসসি অনার্স ইন-ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) পার্ট-১, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর এবং ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষা ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে