ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

পরীক্ষার্থীদের আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ

প্রকাশিত: ০২:০০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষার আধা ঘণ্টা পূর্বে সরাসরি ভর্তি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হল।’  

রাজধানীসহ সারাদেশের ২৩টি কেন্দ্রে স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদফতর। চলতি বছর ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক মোট ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

এসএইচএস/পিআর