শিক্ষা প্রতিষ্ঠানে মশানিধন অভিযানের দাবি অভিভাবকদের
শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবক ফোরামের নেতারা। তাই প্রতি সপ্তাহে একদিন এক ঘণ্টা শিক্ষার্থী ও অভিভাবদের সম্বন্বয়ে মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান চালানোর দাবি জানান তারা। সোমবার ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিমউদ্দিনের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ঝুঁক্তি মুক্ত নয়। তাই নিরাপত্তার স্বার্থেই অনেক অভিভাবক তার প্রিয় সন্তানকে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আপাতত ক্লাসে না পাঠিয়ে বাসায় রাখার পরিকল্পনা নিয়েছে।
রাজধানীর বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ শিক্ষার্থীর অভিভাবকরা ক্লাস রুমে মশার উপদ্রবের বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।
এমন অবস্থায় দেশের স্কুল-কলেজ-মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার অন্তত এক ঘণ্টা শ্রেণির কার্যক্রম বন্ধ রেখে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানান।
এমএইচএম/এসএইচএস/এমএস