বন্যায় কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত
দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বোর্ডের চেয়ারম্যান মো. মোরাদ হোসেন মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২১ থেকে ২৫ জুলাই পর্যন্ত ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ এবং ডিপ্লোমা ইন লাইভস্টক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চলমান ২০১৯ সালে ডিপ্লোমা ইন এগ্রিকালচার দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্ব নিয়মিত-অনিয়মিত এবং পঞ্চম ও সপ্তম পর্বের অনিয়মিত, ডিপ্লোমা ইন ফিসারিজ দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্ব নিয়মিত-অনিয়মিত এবং পঞ্চম ও সপ্তম পর্বের অনিয়মিত এবং ডিপ্লোমা ইন লাইভস্টক দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্ব নিয়মিত-অনিয়মিত এবং পঞ্চম পর্বের অনিয়মিত বোর্ড সমাপনীর ২১ থেকে ২৫ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার পরবর্তী সময়সূচি সবাইকে যথাসময়ে জানানো হবে।
এমএইচএম/জেডএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ক্লাস শুরুর তিনমাস পর বাজারে আসছে একাদশের ৫ বই
- ২ ভর্তিতে লটারির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, নেপথ্যে কী?
- ৩ এডব্লিউই প্রোগ্রাম থেকে স্নাতক হলেন ৯০ উদীয়মান নারী উদ্যোক্তা
- ৪ সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা
- ৫ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি