ফৌজদারহাট ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
ফৌজদারহাট ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সবাই জিপিএ-৫ পেয়েছে।
বুধবার কলেজটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় ঐতিহ্যবাহী ফৌজদারহাট ক্যাডেট কলেজ কৃতিত্বপূর্ণ ফলাফলের গৌরব অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগের ৪৮ জন ক্যাডেট ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের সবাই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। কলেজ অধ্যক্ষ নাজমুল হক সিকদার, উপাধ্যক্ষ, কলেজ অ্যাডজুটেন্ট, মেডিক্যাল অফিসার ও শিক্ষক-শিক্ষিকার নিবিড় তত্ত্বাবধানে এবং ক্যাডেটদের কঠোর অনুশীলনের মাধ্যমে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে এই ক্যাডেটরা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এইউএ/এমএসএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ২ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৩ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৪ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন
- ৫ শিক্ষা প্রশাসনে ফের বড় রদবদল, এবার ৪৬ কর্মকর্তাকে পদায়ন