ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ঢাবিতে ভর্তিচ্ছুদের ৩ দিনের আলটিমেটাম

প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২১ অক্টোবর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিককে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। পরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন।

বিক্ষোভকারীরা বলেন, আগামী তিন দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। ছাত্র-শিক্ষকরাও সেখানে যোগ দেবেন।

এদিকে স্মারকলিপি দেয়ার আগে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ শুরু হয়। তবে পুলিশের বাধায় তাদের সেই সমাবেশ পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টায় শ’দুয়েক শিক্ষার্থী অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ শুরু করে। কিন্তু সমাবেশ শুরুর ১০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ হোসেন ২০ থেকে ২৫ পুলিশ নিয়ে তাদের বাধা দেন। পুলিশ সমাবেশের ব্যানার কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে।

এসময় প্রক্টর আমজাদ শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলেন, “এখানে কোনো আন্দোলন সংগ্রাম চলবে না। আন্দোলন করতে চাইলে তা করতে হবে বিশ্ববিদ্যালয়ের বাইরে।”