বর্ণাঢ্য আয়োজনে গুলশান কমার্স কলেজের নবীন বরণ
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০১৫ অনুষ্ঠান। শুক্রবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই আয়োজন শেষ হয় বিকেল ৫টায়।
সরেজমিনে দেখা গেছে, নির্দিষ্ট সময় তথা সকাল ৯টায় আগ থেকেই ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট প্রাঙ্গণে জড়ো হয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি এই আয়োজনে অংশ নিয়েছিলেন অভিভাবকরাও।
এসময় শিক্ষার্থীদের বাধভাঙ্গা উল্লাসে মুখরিত হয়ে উঠে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট। দিনব্যাপী এই অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য প্রদানের পর কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর ছিদ্দিক।বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম হাওলাদার।
এছাড়া নবীন বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা ইউনিভার্সিটির উপদেষ্টা ও গুলশান কমার্স কলেজের সভাপতি প্রফেসর মো. মঈনউদ্দিন খান। এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও গুলশান কমার্স কলেজের প্রধান উপদেষ্টা জনাব হাবিবুর রহমান।
এমএম/এএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের