উচ্চ মাধ্যমিক ভর্তিতে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা
উচ্চ মাধ্যমিকে ভর্তিতে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর বেশি নেয়া হলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর ছিদ্দিক। শুক্রবার দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে গুলশান কমার্স কলেজর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভর্তির জন্য বোর্ড থেকে ৯ হাজার টাকা নির্ধারণ করে দেয়া হলেও অনেক প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এসব অভিযোগ ঢাকা শিক্ষা বোর্ডের কাছে রয়েছে। এভাবে যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নেবে আগামীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার্থীদের কাছ থেকে যারা অতিরিক্ত টাকা নেয় তারা বিকৃত মস্তিস্কের মন্তব্য করে আবু বক্কর ছিদ্দিক বলেন, অনেক প্রতিষ্ঠান নিজেদের পছন্দসই কেন্দ্র পাওয়ার জন্য নানা ফন্দি ফিকির করেন। তাদের বিরুদ্ধে বোর্ড আরো সজাগ থাকবে।
তিনি আরো বলেন, ভিশন ২০২১ সফল করার জন্য অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঢাকা বোর্ডের এরকম পদ্ধতি এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ও অনুসরণ করছে। ভবিষ্যতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও এরকম প্রক্রিয়া অনুসরণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আবু বক্কর ছিদ্দিক বলেন, বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে একটা ধাক্তা দিতে চাই। তাই শিক্ষার্থীরা যাতে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করতে পারে তাই তাদের হাতে যথাসময়ে সার্টিফিকিট তুলে দিতে হবে।
এক বোর্ডের শিক্ষকের প্রশ্ন অন্য বোর্ডে দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, যে শিক্ষক প্রশ্ন তৈরী করছেন তিনি নিজেও যানবেন না তার প্রশ্ন কোন বোর্ডের জন্য নির্বাচন করা হচ্ছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার নানা উদ্দ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম হাওলাদার, সাবেক সচিব ও গুলশান কমার্স কলেজের প্রধান উপদেষ্টা জনাব হাবিবুর রহমান। এছাড়া নবীন বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা ইউনিভার্সিটির উপদেষ্টা ও গুলশান কমার্স কলেজের সভাপতি প্রফেসর মো. মঈনউদ্দিন খান।
এমএম/এএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব