খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ২৫ নভেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর সভাপতিত্বে সমাবর্তন প্রস্তুতি সম্পর্কে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় রেজিস্ট্রেশন করার সময়সীমা নির্ধারণ করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৩১ আগস্ট ২০১৫ তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তাদেরকে ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ৬ অক্টোবর ২০১৫ এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bd প্রদত্ত নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।
ওয়েব সাইটের অনলাইন আবেদন ফরম এর মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করতে হতে। রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখা থেকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যারা ৫ম সমাবর্তনের জন্য ইতোপূর্বে রেজিস্ট্রেশন করেছেন তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ২৮ ডিসেম্বর ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
আলমগীর হান্নান/এসএইচএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি