সরকারি মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি) সূত্র।
সূত্র জানায়, ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।
৬ সেপ্টেম্বর এই পরীক্ষা নেয়ার প্রস্তুতির জন্য ইতোমধ্যে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এই পরীক্ষা শুধু ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ১ হাজার ৩৭৫টি পদের বিপরীতে পিএসসিতে আবেদন করেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন প্রার্থী। পরীক্ষা গ্রহণের জন্য কমিশনের নিজস্ব কোনো হল না থাকায়, এত বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে কর্ম-কমিশনকে গ্রহণ করতে হয়।
জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ২ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৩ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৪ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন
- ৫ শিক্ষা প্রশাসনে ফের বড় রদবদল, এবার ৪৬ কর্মকর্তাকে পদায়ন