স্কুলে এক শিফট চালুর উদ্যোগ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘সরকারি প্রাথমিক স্কুলগুলোতে পর্যাপ্ত ক্লাসরুম না থাকার কারণে এখন দুই শিফটে ক্লাস নেয়া হয়। সরকার স্কুলগুলোতে পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা করে এক শিফট চালুর উদ্যোগ নিয়েছে।’
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এনামুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সরকারি দলের অপর সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ অনুযায়ী- ইতোমধ্যে সারাদেশে পদোন্নতিযোগ্য সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধান শিক্ষক পদ শূন্য হওয়ার সঙ্গে প্রক্রিয়াটি চলমান।
এইচএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা