শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬৮ শতাংশ : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বিগত ২০১০ সালে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ লাখ ১৩ হাজার ২৪৪ জন। কিন্তু তা বেড়ে ২০১৫ সালে হয়েছে ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ৮৯৩ জন। অর্থাৎ বিগত ৫ বছরে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬৮ শতাংশ। যার মোট সংখ্যা ৪২ লাখ ৪৭ হাজার ৬৪৯ জন।
জাতীয় সংসদে সোমবার সংরক্ষিত আসনের আমিনা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
এ সময় তিনি আরো বলেন, ২০১০ থেকে ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত সময়ে ষষ্ট শ্রেণি থেকে স্নাতক (পাশ) ও সমমান পর্যায় পর্যন্ত মোট প্রায় এক কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৭৯৪ জন শিক্ষার্থীকে প্রায় তিন হাজার ৩২৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা উপবৃত্তিসহ আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
এইচএস/এসআইএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে