ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ডুয়েটে এমএসসি ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এম ইঞ্জিনিয়ারিং/এমএসসি ইঞ্জিনিয়ারিং/এমফিল/পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন/খন্ডকালীন শিক্ষার্থী ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটি সূত্রে জানা যায়, ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই সঙ্গে স্ব-স্ব বিভাগে ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে। অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২৯ জুন জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক ৬ সেপ্টেম্বর রোববার ছিল আবেদনের শেষ দিন। ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকালে এ তথ্য জানানো হয়।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর