নটর ডেমে একাদশে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
নটর ডেম কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) এ ফল প্রকাশ করা হয়।
কলেজের ওয়েবসাইটে www.notredamecollege ফল পাওয়া যাচ্ছে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২২ ও ২৩ মে অনুষ্ঠিত হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মে একাদশে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন সকাল ৮টা থেকে পরীক্ষা শুরু হয়। একই দিন বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমেরও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৮ মে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের পরীক্ষা সকাল ৮টায় এবং মানবিক শাখার পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
অপরদিকে ভর্তি পরীক্ষা নেয়া আরও দুটি প্রতিষ্ঠান হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিষ্ঠানটি এবার বিজ্ঞানে ২০৮০, মানবিকে ৪০০ এবং ব্যবসায় শিক্ষায় ৭৫০ শিক্ষার্থী ভর্তি নেবে।
এমএইচএম/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন