ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্র

প্রকাশিত: ০১:২০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

বিশিষ্ট শিক্ষাবিধ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের জায়গা নয়, নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্র। যে জ্ঞান ছাত্রদের শিক্ষাদানের পাশাপাশি সমগ্র মানব সমাজকে উপকৃত করবে।  

শনিবার দুপুরে নরসিংদীর শিবপুরের সৃষ্টিঘর এলাকায় দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন, এই প্রথম নরসিংদীতে বেসরকারিভাবে ইউনিভার্সিটি চালু হতে যাচ্ছে। যার ফলে নরসিংদীসহ আশপাশের শিক্ষার্থীদের ঢাকামুখি হতে হবে না। এই ইউনিভার্সিটি স্থাপনের ফলে এলাকার শিক্ষারমান বৃদ্ধির পাশাপাশি দেশের শিক্ষার হারকে আরো এক ধাপ বৃদ্ধি করবে বলে মত প্রকাশ করেন তিনি।

দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি ও শিবপুর আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি পিপলস ইউনিভার্সিটি উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ডা. মিনহাজ উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. আসাদুজ্জামান প্রমুখ।

সঞ্জিত সাহা/এআরএ/আরআইপি