শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে : ইনু
শিক্ষার্থীদের বড় করে স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইন। বৃহস্পতিবার দুপুরে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের (আইইবি) স্বীকৃতি অর্জন উদযাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আপনারা বড় স্বপ্ন দেখবেন। উঁচুতে লক্ষ্য স্থির করবেন। পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই। সেনাপতি হওয়ার স্বপ্ন দেখবেন, সৈনিক হলেও চলবে। রাজপথের স্বপ্ন দেখবেন সরু গলি হলেও চলবে কিন্তু ছোট স্বপ্ন দেখা যাবে না।
দেশে দেশপ্রেমিকের বড় অভাব মন্তব্য করে ইনু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশে বীর, পীর, দাতা, জ্ঞানী মানুষের অভাব নেই কিন্তু দেশপ্রেমিকের বড় অভাব। সবাই এমপি-মন্ত্রী না হলেও দেশপ্রেমিক হতে হয়। দেশপ্রেমিক না থাকলে দেশ রসাতলে যায়।
পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষিত শয়তানরা এমন মন্তব্য করে ইনু বলেন, আশা করি আপনারা শিক্ষিত শয়তান হবেন না। বরং শয়তানের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার চেষ্টা করবেন।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে উন্নয়নের বীজ পুঁতেছেন। সময় দেন। সকাল–বিকেল বীজ তুলে দেখার চেষ্টা করবেন না। আমরা পদ্মাসেতু ও মেট্রোরেল দেব।
একে/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ২ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ৪ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৫ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা