চর-দুর্গম এলাকার বিদ্যালয় আকস্মিক পরিদর্শনের নির্দেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চর ও দুর্গম অঞ্চলের বিদ্যালয় আকস্মিক পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ নির্দেশ দেয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত নির্দেশে বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সুপারিনটেনডেন্ট ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী সুপারদের চর অঞ্চলের বিদ্যালয়সমূহ দুর্গম অঞ্চলে বিদ্যালয়সমূহ প্রতি মাসে কমপক্ষে একবার আকস্মিক পরিদর্শন করতে হবে।
এ ছাড়া উপজেলা শিক্ষা অফিসার এবং ইউআরসি, টিআরসি এর ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের প্রতি মাসে কমপক্ষে দুইবার এবং সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসারদের প্রতি সপ্তাহে কমপক্ষে একবার চরাঞ্চল দুর্গম অঞ্চলের বিদ্যালয়গুলো আকস্মিক পরিদর্শন করতে নির্দেশ দেয়া হয়েছে।
ভবিষ্যতে এসব কর্মকর্তাদের আওতাধীন কোনো বিদ্যালয়ে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এমএইচএম/এমবিআর/এমএস