৩২ শিক্ষকের এমপিও বাতিলের কারণ খতিয়ে দেখার নির্দেশ
তিন জেলার ৩২ শিক্ষককে এমপিও তালিকা থেকে বাদ দেয়ার কারণ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার এসব শিক্ষকদের এমপিও থেকে বাতিলের আগে কারণ দর্শানোর নোটিশ ও দেযনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
জানা গেছে, বিনা নোটিশে এমপিও থেকে বাদ পড়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেছেন ৩২ শিক্ষক। আভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা আসায় বিষয়টি পুনরায় খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মাউশির কর্মকর্তারা জানান, কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ৩২ শিক্ষকের নাম এমপিও থেকে বাতিলের বিষয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরজি বোচাপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খোরশেদ আলম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন। আবেদনে ৩২ শিক্ষককে পুনরায় এমপিওভুক্ত করে তাদের বেতন ছাড়ের অনুরোধ জানান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩২ শিক্ষকের এমপিও বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসা আবেদনটি গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) ওই শিক্ষকদের পুনরায় এমপিওভুক্ত করার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কাছে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে মতামতসহ প্রতিবেদন দিতে শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।
এমএইচএম/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ