শুদ্ধ বাংলায় কথা বলার পরামর্শ উপমন্ত্রীর
শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষায় কথা বলতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্প্রিং-২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
মহিবুল হাসান বলেন, ইংরেজি শেখার পাশাপাশি শুদ্ধ বাংলা ভাষা শিখতে হবে। মাতৃভাষা ছাড়া মানুষের নিজ পরিচয় হয় না। বাংলা আমাদের মাতৃভাষা, এটি অন্তরে ধারণ করতে হবে। শুধু ভাষার মাস ফেব্রুয়ারি এলেই বাংলা ভাষাকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, প্রতিটি মাসেই মায়ের ভাষাকে লালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর এম এ আরাফাত, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাতের সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এমএইচএম/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে