ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কার ১৫৩
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ১১ হাজার ৪৯২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের ৫ হাজার ৭৬৩ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ৫ হাজার ৭২৭ জন রয়েছে। অনৈতিক কাজের জন্য সারাদেশে বহিষ্কার হয়েছে ১৫৩ শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সাধারণ আট বোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে অকাইদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাপ্ত তথ্যমতে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫ লাখ ৩২ হাজার ৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ লাখ ১৩ হাজার ৩৪ জন ও অনৈতিক কার্যক্রমের জন্য ৫১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের এক লাখ ৩৪ হাজার ৩৫ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ ও ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এছাড়া রাজশাহী বোর্ডে এক লাখ ৮৬ হাজার ১৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭১২, বহিষ্কার ৫, বরিশাল বোর্ডে ৯২ হাজার ৯৯১ পরীক্ষার্থীর মধ্যে ৪৩৯ ও বহিষ্কার ২৩, সিলেট বোর্ডে ৯৬ হাজার ১৫২ পরীক্ষার্থীর মধ্যে ৩৬৭ ও বহিষ্কার ৩ জন, দিনাজপুর বোর্ডে এক লাখ ৭৭ হাজার ৪৮৩ পরীক্ষার্থীর মধ্যে ৫২৪ ও বহিষ্কার ৫, কুমিল্লা বোর্ডে এক লাখ ৭৭ হাজার ৬৪৪ পরীক্ষার্থীর মধ্যে ৫৬৬ ও বহিষ্কার ১১ এবং যশোর শিক্ষা বোর্ডে এক লাখ ৬০ হাজার ৬২০ পরীক্ষার্থীর মধ্যে ৬৫০ ও বহিষ্কার করা হয়েছে ১৩ পরীক্ষার্থীকে।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের দুই লাখ ৪৪ হাজার ৪৫২ পরীক্ষার্থীর মধ্যে চার হাজার ৮৯ ও বহিষ্কার হয়েছে ২০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৭১ হাজার ১৯৬ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক হাজার ৬৪০ ও বহিষ্কার করা হয়েছে ১৬ পরীক্ষার্থীকে। সব বোর্ড মিলিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ১৫৩ । তবে এদিন কোনো শিক্ষককে বহিষ্কার করা হয়নি।
এমএইচএম/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের