ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

সরকারি হলো আরও তিন কলেজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

আরও তিনটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই মহিলা ডিগ্রি কলেজ ও বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কামরউদ্দিন ইসলামিয়া কলেজ।

সরকারিকরণের সরকারি আদেশ (জিও) ৪ ফেব্রুয়ারি জারি হলেও ২ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে।

এর আগে গত বছরের ১১ অক্টোবর তিনটি, ৯ অক্টোবর তিনটি, ১২ সেপ্টেম্বর ১৪টি, ২৭ আগস্ট পাঁচটি এবং ১২ আগস্ট ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এমএইচএম/এনডিএস/এমএস

আরও পড়ুন