ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

চট্টগ্রামে পুনঃনিরীক্ষণে পাস জেএসসির ২৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডের ২৯৩ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল করা ২৩ জন পাসের তালিকায় উঠেছেন; জিপিএ-৫ পাওয়ার তালিকায় উঠেছেন ১০৩ জন; গ্রেড পরিবর্তন হয়েছে মোট ১৬৪ জনের।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জাগো নিউজকে জানান, জেএসসির ফল চ্যালেঞ্জ করে ১১ হাজার ৪৬৫ শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ হাজার ৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

গত ২৪ ডিসেম্বর জেএসসি ও জেডিসির ফলাফল প্রকাশিত হয়।

এনডিএস/পিআর

আরও পড়ুন