এমপিও শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতন-ভাতা প্রদান
বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় দেয়া হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) এ অর্থ ছাড় দেয়া হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সারাদেশের সব বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে। তার মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান শাখায় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় এ সব চেক জমা দেয়া হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ জানুয়ারির মধ্যে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এমপিও বাবদ বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে বলা হয়েছে। এর পরে ডিসেম্বর মাসের সরকারি অংশের বেতন-ভাতার অর্থ তোলা যাবে না বলেও জানানো হয়েছে।
এমএইচএম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ গ্রুপিং-দ্বন্দ্বে টালমাটাল ডিআইএ, ঘুস বাণিজ্যে ইমেজ সংকট
- ২ মোল্লা কলেজের সঙ্গে কোনো ঝামেলা নেই, উসকানি দিয়েছে ‘ইউসিবি’
- ৩ সোহরাওয়ার্দী কলেজের একাদশ-দ্বাদশের পরীক্ষা স্থগিত
- ৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকছে কি না, জানা যাবে বুধবার
- ৫ হামলা-ভাঙচুরের ঘটনায় ক্ষতি ৭০ কোটি টাকা, মামলা করবে মোল্লা কলেজ