প্রাথমিকে শীর্ষে জয়পুরহাট, পিছিয়ে সুনামগঞ্জ
পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে জয়পুরহাট জেলা, অপরদিকে পাসের হার সবচেয়ে কম সুনামগঞ্জে।
সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন তিনি।
ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, প্রাথমিকে সর্বোচ্চ পাসের হারের দিক থেকে ৮ বিভাগের মধ্যে এবার প্রথম স্থানে রয়েছে ঢাকা। এই বিভাগে পাসের হার ৯৮ দশমিক ২৫ শতাংশ। ৬৪ জেলার মধ্যে এবার জয়পুরহাট জেলা শীর্ষে রয়েছে। এই জেলায় পাসের হার ৯৯ দশমিক ৭৪ শতাংশ। ৫০৯ উপজেলা/থানার মধ্যে ১৬টি উপজেলায় শতভাগ পাস করেছে।
গত বছরের মতো এবারও সর্বনিম্ন পাসের হার সিলেট বিভাগে, এই বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৭৬ শতাংশ। সুনামগঞ্জ জেলায় পাসের হার সর্বনিম্ন ৯১ দশমিক ৯৫ শতাংশ। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় পাসের হার সর্বনিম্ন ৭২ দশমিক ৭৫ শতাংশ।
আট বিভাগের মধ্যে পাসের হার খুলনায় ৯৮ দশমিক ০৫, চট্টগ্রামে ৯৮ দশমিক ১১, বরিশালে ৯৭ দশমিক ৭২, রংপুরে ৯৮ দশমিক ২০ ও ময়মনসিংহে ৯৬ দশমিক ৩০ শতাংশ।
ইবতেদায়িতে পাসের হারে সেরা ৩ জেলা :
ইবতেদায়িতেও ৮ বিভাগের মধ্যে গত বছরের মতো এবারও রাজশাহী বিভাগ পাসের হারে শীর্ষে রয়েছে, সেখানে পাসের হার ৯৮ দশমিক ৮৮ শতাংশ। অপরদিকে এবারও সিলেট বিভাগ পাসের হার সর্বনিম্ন, সেখানে পাসের হার ৯৫ দশমিক ৫৮ শতাংশ। গোপালগঞ্জ, মেহেরপুর ও নওগাঁ জেলায় পাসের হার সর্বোচ্চ, এই তিন জেলায় শতভাগ পাস করেছে।
এবার ১৭৩টি উপজেলায় শতভাগ পাস করেছে। কিশোরগঞ্জ জেলায় পাসের হার সবচেয়ে কম, সেখানে পাসের হার ৯২ দশমিক ৫১ শতাংশ। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার পাসের হারে সবার নিচে অবস্থান করছে। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৭৬ শতাংশ।
বিভাগগুলোর মধ্যে ইবতেদায়িতে পাসের হার খুলনায় ৯৮ দশমিক ৬৭, রংপুরে ৯৮ দশমিক ৬১, বরিশালে ৯৮ দশমিক ২৫, ঢাকায় ৯৭ দশমিক ৭৮, চট্টগ্রামে ৯৭ দশমিক ১৭ ও ময়মনসিংহে ৯৬ দশমিক ০৯ শতাংশ।
আরএমএম/এমবিআর/জেআইএম