জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা শুরু শনিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা আগামী ২২ আগস্ট শনিবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে। ৬১টি কেন্দ্রে একযোগে ৮০টি কলেজের ৮৩ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত নীতিমালা অনুযায়ী দুই বছর মেয়াদি ডিগ্রি (পাস) ও তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীগণ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি প্রথম পর্ব ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবে।
এ লক্ষ্যে অনলাইন ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ পদ বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে রাতভর প্রার্থীদের অবস্থান
- ২ ক্লাস শুরুর তিনমাস পর বাজারে আসছে একাদশের ৫ বই
- ৩ ভর্তিতে লটারির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, নেপথ্যে কী?
- ৪ এডব্লিউই প্রোগ্রাম থেকে স্নাতক হলেন ৯০ উদীয়মান নারী উদ্যোক্তা
- ৫ সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা