দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হলেন শরীরচর্চা শিক্ষকরা
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকদের পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সংশ্লিষ্ট শিক্ষকরা দীর্ঘদিন মর্যাদা উন্নীতের দাবি জানিয়ে আসলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মেয়াদের শেষ সময়ে এসে সেই দাবি পূরণ হলো। যদিও শরীরচর্চা শিক্ষকরা প্রথম শ্রেণির মর্যাদার দাবিতে আদালতে মামলা করেছিলেন। আদালত তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়ার আদেশ দিয়েছিলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সম্মতি পাওয়ার পর শরীরচর্চার শিক্ষকদের পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলো।
দেশে ৩২৭টি সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং আলিয়া মাদরাসা ছিল। সম্প্রতি তিন শতাধিক বেসরকারি কলেজ জাতীয়করণ করে সরকার। সব মিলিয়ে দেশে ৬২৫টি সরকারি কলেজ রয়েছে।
আরএমএম/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ