ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশের দাবি ঢাবিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের
২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (৩য় বর্ষ) পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতিহাসের সবচেয়ে অবহেলিত। কারণ ৩ বছরের কোর্স ৬ বছরেও শেষ হয়নি। ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে প্রায় ১ বছর আগে, অথচ আজও ফল প্রকাশ হয়নি। এভাবে সেশনজটে চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। তাই শিগগিরই জাতীয় নির্বাচনের আগে ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান তারা।
মানববন্ধনে ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসআই/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের