ঢাবি অধিভুক্ত সাত কলেজের ফল বিপর্যয় সমাধানের দাবি
ফলাফল বিপর্যয়ের বিষয়ে আগামী সাত দিনের মধ্যে সমাধানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে বলেন, ২০১২-১৩ সেশনের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৮০-৯০ ভাগ শিক্ষার্থী ফেল করেছে। গণহারে এ ফেল কোনোভাবেই কাম্য নয়।
তারা বলেন, এ ফল বিপর্যয়ের বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি। খাতার সঠিক মূল্যায়নের আবেদন করেও কোনো সাড়া পাইনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি ফলাফল বিপর্যয় সমাধানে দ্রুত পদক্ষেপ নেন।
মানববন্ধনেপরীক্ষাল উত্তরপত্রের যথাযথ পুনঃমূল্যায়ন, পুনঃবিবেচনা করে শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ ও ১০ দিনের মধ্যে ফলাফল বিপর্যয়ের সমাধানের দাবি জানানো হয়।
আসিফুর ইসলাম মনির সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা