কর্তৃপক্ষের সিদ্ধান্তে নষ্ট হবে শিক্ষার্থীদের জীবন!
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী রাজশাহী কলেজে এইচএসসিতে ইংরেজি ভার্সনে ৫০ শিক্ষার্থীর বিপরীতে ভর্তি হয়েছে মাত্র দু`জন শিক্ষার্থী। ফলে দু`জনের ক্লাশ করানো নিয়ে চরম বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ। আর ওই ভার্সনে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় বাকি আসন বাংলা ভার্সন দিয়েই পূরণ করা হয়েছে।
অন্যদিকে, মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে ইংরেজি ভার্সনে ক্লাশ নেওয়া সম্ভব নয় বলে তাদের বাংলা ভার্সনেই ক্লাশ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
রাজশাহী কলেজ দফতর সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের হঠাৎ নির্দেশ অনুযায়ী কলেজে এবার ৫০ আসনে ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ইংরেজি ভার্সনে ভর্তি হয়েছে মাত্র দুইজন। এরমধ্যে একজন ইংরেজি ভার্সন থেকে অন্যজন বাংলা ভার্সন থেকে পাশ করা। কিন্তু কলেজের নিয়ম অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ইংরেজি মাধ্যম থেকে এসএসসি পাশ করতে হবে। এ দু`জন শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ। মাত্র দু`জন শিক্ষার্থী নিয়ে ইংরেজি ভার্সনে ক্লাস নেওয়া সম্ভব নয় বলে তাদের বাংলা ভার্সনেই ক্লাস নেওয়া হচ্ছে।
এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জাগো নিউজকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশে ইংরেজি ভার্সনে ৫০ জন শিক্ষার্থীকে তারা ভর্তি করাতে সম্মত হয়েছিলেন। আর ৫০ জন শিক্ষার্থীকে আলাদা একটা কক্ষে পাঠদান করানোর মতো কলেজের অবকাঠামো থাকলেও যথেষ্ট শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ক্লাশ নেওয়া সম্ভব হচ্ছে না।
যে কারণে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবগত করে তাদের অনুমতি নিয়ে বাকি আসন বাংলা ভার্সনের শিক্ষার্থী দিয়েই পূরণ করা হয়েছে। তাই তাদের বাংলা ভার্সনে ক্লাশ নেওয়া হচ্ছে। তবে তারা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেবে। তবে আগামী বছর আশানরূপ শিক্ষার্থী পেলে ইংরেজি ভার্সনে ক্লাশ নেওয়া হবে বলেও জানান তিনি।
শাহরিয়ার অনতু/এমজেড/পিআর