শ্রীলঙ্কার ১০ শিক্ষার্থীকে ডাক্তারি সার্টিফিকেট দিল ইউজিসি
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম থেকে এমবিবিএস পাসকৃত শ্রীলঙ্কার ১০ শিক্ষার্থীকে মূল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ঢাকায় শ্রীলঙ্কান হাইকমিশনের ডেপুটি হেড অব মিশন সামিরা দায়েসকেরার হাতে এসব সার্টিফিকেট তুলে দেয়া হয়। এসব শিক্ষার্থীরা ইউএসটিসি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, প্রবেশনারি সার্টিফিকেট জমা দেয়া হলে বাকি শিক্ষার্থীদেরকে মূল সার্টিফিকেট দেয়া হবে। এজন্য অতিরিক্ত কোনো ফি ইউএসটিসিতে জমা দিতে হবে না।
গত ১০ সেপ্টেম্বর ঢাকাস্থ শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ক্রিসান্তে ডি সিলভা- ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইউজিসি চেয়ারম্যানের কাছে ইউএসটিসি থেকে পাসকৃত শ্রীলঙ্কার শিক্ষার্থীদের কাছ থেকে মেডিকেল ইন্টার্নশিপ প্রোগামের জন্য অতিরিক্ত ফি আদায় ও অন্যান্য বিষয় তুলে ধরেন এবং এর সুষ্ঠু সমাধান ও সহযোগিতা আশা করেন।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. খালেদ ও প্রশাসন বিভাগের উপ-সচিব শাহিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচএম/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ