যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে এফবিসিসিআই
শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আরও মানসম্পন্ন করতে কাজ করছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশনের (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ) সভায় এ কথা জানানো হয়। সভায় দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাখাতের সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় শিক্ষা ব্যবস্থার সমস্যা চিহ্নিত করে তা যুগোপযোগী ও আরও মানসম্পন্ন করতে প্রয়োজনীয় সুপারিশ করা হয়। একই সঙ্গে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে বলে সিদ্ধান্ত হয়।
এ ছাড়াও সভায় ‘কর্মোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা’ নিয়ে চলতি মাসের শেষ সপ্তাহে এফবিসিসিআইতে সেমিনার আয়োজনের কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সুমন তালুকদার। এ সময় কমিটির ডাইরেক্টর ইন-চার্জ গোলাম মাঈনুদ্দিন উপস্থিত ছিলেন।
এসআই/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে