ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

প্রত্যাহার হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট!

প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৩ আগস্ট ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার হতে পারে। এক্ষেত্রে প্রত্যেক বিশ্ববিদ্যালয় সরকারকে বছরে এক লাখ টাকা করে দেবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ভিসিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন আলোচনা হয়েছে।

সভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়টি তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বছরে এক লাখ টাকা করে নেয়ার বিষয়টি ইউজিসি চেয়ারম্যানকে আলোচনা করার জন্য পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার ক্ষেত্রে কিছুটা নমনীয় হচ্ছে সরকার। চলতি বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার সময় বেধে দেয়া থাকলেও তা এখন শিথিল করা হয়েছে।

নতুন করে বলা হয়েছে, ‘কোন বিশ্ববিদ্যালয় কোন অবস্থায় রয়েছে’ তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে সরকারকে। শিক্ষামন্ত্রী বলেছেন, কোন বিশ্ববিদ্যালয় কোন পর্যায়ে আছে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জানাবেন। বিবেচনা করে ব্যবস্থা নেব।

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার সাত বছর পার হওয়ার পরও নিজস্ব ক্যাম্পাসে যায়নি, তাদের এ বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার সময় বেধে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে না গেলে সাময়িক সনদ বাতিল এবং নতুন শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়া হয়েছিল গত বছর ২৬ জানুয়ারি জারি করা ওই নির্দেশনায়।

এর আগে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য এক একর করে জমি দেয়ার দাবি জানান।

ইউজিসির আর্থিক এবং আইনি ক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ইউজিসি যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উপর আরো তদারকি করতে পারে।

বিএ