বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতন ছাড়
বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ছাড় দেয়া হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ পরিচালক (সাধারণ প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিকি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ছাড় দেয়া হয়েছে। সরকারি অংশের আটটি চেকের মাধ্যমে বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকে তা জমা দেয়া হয়েছে। এর মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়েছে।
৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করার পরামর্শ দেয়া হয়েছে।
এমএইচএম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন