গুরুতর অসুস্থ মাউশি মহাপরিচালককে সিঙ্গাপুর নেয়া হচ্ছে
গুরুতর অসুস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। রোববার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, তার সঙ্গে রয়েছেন মেয়ে ও ভাই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (কলেজ-১) এ কে এম মাসুদও সঙ্গে যাচ্ছেন।
স্বজনরা জানান, গত বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জ্বরে আক্রান্ত হন মাউশি মহাপরিচালক। পরিস্থিতির অবনতি হলে ওইদিন রাতেই তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ)। বৃহস্পতিবার থেকে তাকে অক্সিজেন দেয়া হয়। এরপর নেয়া হয় আইসিইউতে।
গত শনিবার মো. মাহাবুবুর রহমানের নিউমোনিয়া ধরা পড়ে। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন।
মাউশি মহাপরিচালকের চিকিৎসার খোঁজ-খবর নিতে শনি ও শুক্রবার দুই দফায় হাসপাতালে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
এমএইচএম/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ২ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
- ৩ নীতিমালা জারি: শিক্ষক দুবার, শিক্ষিকা তিনবার বদলির সুযোগ পাবেন
- ৪ পরীক্ষায় ৩০ মিনিট বেশি সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা
- ৫ নেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষা দিতে না দেওয়া অধ্যক্ষ ওএসডি